হঠাৎ বারি
- মুস্তাকিম বিল্লাহ্ ২৯-০৪-২০২৪

গগন ফাঁড়ি নামলো বারি
ভাঙ্গল আকাশ গর্জে তারি;
ভিজল কোকিল নাচলো কেকা
বনের শালিক দেখছে একা।

ধানের ক্ষেতে উঠল মেতে
বইছে পবন আপন প্রাতে;
হাঁটছে পথিক তারই সাথে
ক্ষেতের ফাঁকে নীড়ের পথে।

নদীর বারি উঠছে ভরি
আপন বেগে বইছে ধারি;
কদম ফুলের সুভাস ছাড়ি
ভরলো ভুবন গন্ধে তারি।

দিনের পরে বৃষ্টি শেষে
ভুবন সাজে আপন বেসে;
ভরলো আকাশ রঙ্গের সাজে
নামলো আঁধার ভুবন মাঝে।

গভীর রাতে তারি সাথে
ডাকছে জোনাক আপন মেতে,
স্তব্ধ গগন স্তব্ধ ভুবন
নতুন ভোরের অপেক্ষাতে।

রচনাকালঃ- ৪ জুন ২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।